নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে অনেক বীর মুক্তিকামী মানুষ শহীদ হন। তবে দুঃখজনকভাবে তাদের মধ্যে কিছু শহীদের পরিচয় আজও অজ্ঞাত রয়ে গেছে।
আরও পড়ুন: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য
সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, শহীদদের নিকটতম আত্মীয়, বিশেষ করে বাবা, মা, সন্তান বা সহোদররা ডিএনএ নমুনা দিতে পারেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সিআইডি জানায়, অনেক শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, কিংবা দীর্ঘসময় পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এখনো বেশ কিছু পরিবার তাদের প্রিয়জনের খোঁজে রয়েছেন।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো পরিবার মনে করে তাদের স্বজন ওই সময় নিখোঁজ বা শহীদ হয়েছেন, তবে তাদের নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্টদের মালিবাগে সিআইডি সদর দপ্তরের ফরেনসিক ডিএনএ ল্যাবে যোগাযোগ করতে বলা হয়েছে।
সিআইডি জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং শহীদদের পরিবার যেন যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হবে।
সান নিউজ/এএন