নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: রাতের আদালতের রায়ে রিমান্ডে ৪ আসামি
সোমবার (১০ মার্চ) সকালে শিশুটির স্বজন ও তার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
শনিবার (৮ মার্চ) থেকে সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে।
মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, শিশুটির লাইফ সাপোর্ট একবারের জন্যও খোলা হয়নি। সে এখনও সংকটাপন্ন। সে বেঁচে থাকার লড়াই করছে।
সান নিউজ/এএন