নিজস্ব প্রতিবেদক: ঢাকার বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সাবেক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে সমন্বয়কসহ গ্রেফতার ১৪
শনিবার (৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মো. আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন জিউন (২১), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য।
প্রসঙ্গত, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
সান নিউজ/এএন