নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান। এ সময় তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করে ভাঙচুর এবং চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নারী দিবস
ওসি মুক্তারুজ্জামান বলেন, রাজধানীর কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারের ৩য় তলায় শেখ কবির নামের এক ব্যাক্তির অফিসে হামলা ভাঙচুর এবং লুটপাট করে। এ সময় ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভাঙা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও (৬-৭) জন পলাতক রয়েছেন। আটকের সময় তাদের সকলের কাছে কিছু টাকাপয়সা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃতদের ভাষ্যমতে আ’লীগের অফিস ভেবে তারা ঐ অফিসটি দখল করতে এসেছিলেন।
আরও পড়ুন: নারী দিবসে তারেক রহমানের আবেগঘন বার্তা
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সান নিউজ/এমএইচ