নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও কবি ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাত ৯টায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নারী দিবস
পুলিশ জানায়, শুক্রবার রাতে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের ‘প্রবর্তনা’ নামক ঐ প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। এরপর পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতলটি উদ্ধার করে। এ সময় ধারণা করা হচ্ছে বোতলের মধ্যে প্রেট্রোল ভরে আগুন ধরিয়ে ছুড়ে মারা হয়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
সান নিউজ/এমএইচ