নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম এলাকায় দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মিছিল বের করেছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুমার নামাজের পর এ মিছিলটি শুরু হয়।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা
মিছিলটি পল্টন মোড় দিয়ে বিজয় নগর দিকে অগ্রগমন হয়। এ সময় রাস্তায় ব্যারিকেড থাকলেও পুলিশের সদস্য কম থাকায় তা ভেঙে সামনে দিকে আগায় মিছিলটি। এরপর সামনে আবারও ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকানোর চেষ্টা করে পুলিশ। তবে এই যাত্রায়ও সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর পল্টন মোড় থেকে মিছিলটি ফিরে আসার সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ফলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সংগঠনটির কয়েকজনকে আটক করা হয়।
এদিকে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী যোগ দিয়েছে। বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সান নিউজ/এমএইচ