নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক এলাকার বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১.৩৫ মি. ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজধানীর বিআরপি বস্তিতে আগুন
এর আগে, সকাল ১১.৫ মি. আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ভাষানটেকের বিআরপি বস্তির আগুন ১১.৩৫ মি. নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট। প্রাথমিকভাবে এই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও এই ঘটনায় হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।
সান নিউজ/এমএইচ