নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।
বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। এ সময় তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন।
আরও পড়ুন: হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার বুধবার সকালে শপথ নেবেন। এ সময় আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।
প্রেস সচিব বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই চাচ্ছিলেন না একই সাথে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে। এদিকে, পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়। একই সাথে তাকে শিক্ষা মন্ত্রণালয় দেখতে হচ্ছে। সেই জন্য সি আর আবরার উপদেষ্টা পরিষদে আসছেন।
আরও পড়ুন: পুলিশের ১৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
অপরদিকে, নতুন আরও একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।
সান নিউজ/এমএইচ