নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ, সারদা পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশের প্রধানও রয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।
আরও পড়ুন: অভ্যুত্থানে হতাহতদের ভর্তি কোটা বাতিল
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) উত্তরা বিভাগের ডিসি রওনক জাহানকে যশোর জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী জেলা পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমদকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।
সান নিউজ/এমএইচ