নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কাল বুধবার (৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গভবনে তিনি শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা যায়, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।
আরও পড়ুন: ভোজ্যতেলের সমস্যা থাকলেও সবজির দাম স্থিতিশীল
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. এম আমিনুল ইসলাম। এর আগে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।
বর্তমানে তিনি শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাচ্ছেন।
সান নিউজ/এমএইচ