নিজস্ব প্রতিবেদক: রোজার প্রথম দিনই পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আরও পড়ুন: যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার কারওয়ান বাজারের কিচেন মার্কেট থেকে অভিযান শুরু হয়। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের নেতৃত্বে অভিযান পরিচালনা হচ্ছে।
অভিযানের সময় ভোজ্য তেল সয়াবিনের সংকটের কথা তুলে ধরেন দোকানদাররা। কোনো কোম্পানি সয়াবিন দিচ্ছে না। অধিদপ্তরের মহাপরিচালক সয়াবিন তেল সংকটের কারণ জানতে চান। কোন কোন কোম্পানি তেল দিচ্ছে না সেটিও জানতে চান। কি পরিমাণ তেল কোম্পানি, ডিলার দিচ্ছে সেটিও জানতে চান মহাপরিচালক।
এসময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সান নিউজ/এএন