নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানের ময়নারটেক এলাকায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলে থাকা মুস্তাকিম ইসলাম মুগ্ধ (১৪) নামে ১ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। এর পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা
নিহত শিক্ষার্থী, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দাত পাড়া গ্রামে ফিরোজ আল মামুনের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণখানের চালাবন এলাকায় বসবাস করতেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহত শিক্ষার্থীর বাবা বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টায় দক্ষিণখানের ময়নারটেক এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আমার ছেলে গুরুতর আহত হয়। এরপর আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। এর পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার ছেলে আর নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, উত্তরা থেকে আহত অবস্থায় ১ শিক্ষার্থীকে হাসপাতালের আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানিয়েছি।
সান নিউজ/এমএইচ