নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করে বলেন, দেশে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না, তা সময় বলে দিবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে গেজেট প্রকাশ
তিনি বলেন, দেশে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সকল সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। সকল রাজনৈতিক দলের মধ্যে সমালোচনা থাকাটাই স্বাভাবিক। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও জানান তিনি।
লোডশেডিং প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে শুধু চাইলেই হবে না। এক্ষেত্রে সরকারের আর্থিক সামর্থের বিষয়টিও মাথায় রাখতে হবে। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে এসির তাপমাত্রা ২৫ রাখতে বলা হয়েছে।
সান নিউজ/এমএইচ