নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৩৪ জনের পরিবার এককালীন ৩০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা করে অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: ১০৪ পুলিশ সুপারের পদোন্নতি
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান নেয়া হয়েছে বলে জানান তিনি।
শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানবিকভাবে আহতদের বিষয়টি দেখতে হবে। যারা দুই চোখ হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। এজন্যই ক্যাটাগরি করা হয়েছে।
আজ সন্ধ্যায় নতুন রাজনৈতিক দলের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে যমুনায় যাবেন বলেও জানান তিনি।
সান নিউজ/এমএইচ