নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনার কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, দেশের পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি কোন নেই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ১০৩ পুলিশের বিপিএম-পিপিএম পদক বাতিল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নতুন এই বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তার মধ্যে, উল্লেখযোগ্য হলো বাংলাদেশ পুলিশ বাহিনী। এই প্রতিষ্ঠানে নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সবক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত। এ সময় রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার চেষ্টা করছে। এই ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে।
সান নিউজ/এমএইচ