নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া ১ কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় অচেতন অবস্থাটাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছিনতাইরোধে যে ব্যবস্থার কথা বললেন আইজিপি
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই)মাহমুদুল হাসান বলেন, শহীদ মিনারের পাশ থেকে অজ্ঞাত ১ কন্যা নবজাতককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে কে বা কারা এই নবজাতককে ফেলে গেছে সে বিষয়টি জানা যায়নি। এ সময় আশপাশের সিসি ফুটেজ দেখে যারা ফেলে গেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
সান নিউজ/এমএইচ