সংগৃহীত ছবি
জাতীয়

ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ-ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: কোনো দলের নয়, পুলিশ সব নাগরিকের

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারী আনোয়ার হোসেনের গতিরোধ করে। তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: নিজের জমির মতো ভোটটাও পাহারা দেবেন

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রীর ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন। আজ দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে।

তিনি আরও বলেন, কাউকে এখনও আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন 

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় উস্তাদ হাসান আলী খান স্ম...

প্রতুল চন্দ্র সরকার’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

গাজায় ধ্বংসস্তূপে অনবরত মিলছে লাশ

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও স...

দেশজুড়ে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দিনে বেড়...

কোনো দলের নয়, পুলিশ সব নাগরিকের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়...

মার্চে ঢাকায় আসবেন জাতিসংঘের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চের...

ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নাম...

গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্...

গাজায় বেড়েই চলেছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১...

রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়ার সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা