নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দিনে বেড়েছে গরম। আজ দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
আরও পড়ুন: নিজের জমির মতো ভোটটাও পাহারা দেবেন
রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রংপুরে বৃষ্টি শুরু হয়েছে। আজ ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কমে যাবে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার এবং জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
সান নিউজ/এএন