নিজস্ব প্রতিবেদক: ঢাকার বেইলি রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আশিক (২৬)।
আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ১
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
আহত আরেক মোটরসাইকেল আরোহী রাসেল (৩০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, শুক্রবার রাত ১০টার পর বেইলি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফয়েজ বলেন, বেইলি রোডে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। তখন গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এএন