সংগৃহীত ছবি
জাতীয়
নাইকো’ দুর্নীতি মামলা

খালাস পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দেশে বহুল আলোচিত ‘নাইকো’ দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় দেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ‘নাইকো’ দুর্নীতি মামলার রায় আজ

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আসামিপক্ষের শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন। ঐ দিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষসমর্থন শুনানি, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিলো। এ সময় আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। এই মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। ঐ সময় তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন।

এরপর দুদকের পক্ষ থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ সময় তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। এর পরে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাসের প্রার্থনা করেন।

এর আগে, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এই মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এই সকল তথ্য নিশ্চিত করেন।

গত বছরের (১৯ মার্চ) এই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আরও পড়ুন: বিশ্বের বায়ু দূষণের শীর্ষে ঢাকা

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘নাইকো’ দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক।দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় এই মামলাটি করেছিলেন। এই মামলায় অভিযোগ বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি ‘নাইকোর’ হাতে তুলে দেয়ার মাধ্যমে মামলার আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

মামলার বাকি আসামিরা হলো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

তাদের মধ্যে এ কে এম মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ মিনারে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি &...

২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের টানা দেড় দশকের শাসনামলে বিতর...

ব্যাটিং দিয়ে যাত্রা শুরু করল টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: দুবাই আন্তর্জাত...

চাকরি হারালেন ৬ শিক্ষানবিশ পুলিশ সুপার

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার সার...

২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে যৌথ বা...

মুন্সীগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

নিখোঁজের পর চালকের লাশ উদ্ধার

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি:

সংসদে হতে হবে সব সংস্কার: আমীর খসরু

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৫১ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা