নিজস্ব প্রতিবেদক: দেশের সাবেক যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে রাজধানীর ইস্কাটনের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সাগরে মাছ আহরণে নতুন নিষেধাজ্ঞা
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন বলেন, দেশের সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ৩টি মামলা রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। এ নিয়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ