নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সুপ্রিম কোর্টে নির্মাণাধীন ভবনের ১১ তলা থেকে পড়ে ১ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টায় মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নতুন দেশ নির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য দিচ্ছে
নিহত শ্রমিক, মো. মজিবুর রহমান (২০) নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা।
নিহতের সহকর্মী মো. হামিদুর রহমান বলেন, রাজধানীর সুপ্রিম কোর্টে ভবনের ১১ তলার ছাদে কাটা রড খুঁজে বের করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এরপর আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমএইচ