নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অফিস দেশের দুই বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে।
আরও পড়ুন: দুর্নীতিগ্রস্তের তালিকায় বাংলাদেশ ১৪তম
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী ৫ দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে।
সান নিউজ/এএন