নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সারাদেশে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ।
আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা
সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মধ্যে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মারামারি করতে থাকলে দেশ এগোবে না। তাদেরকে (অপরাধীদের) কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে জাতি হিসেবে আমরা এগোবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। যারা অপরাধী নয় তাদের সৎপথে নিয়ে আসতে হবে।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে। এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎ থাকলো কোথায়?’
‘আমরা অবিচারে নামবো না। যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করবো।’
ড. ইউনূস বলেন, তাদের বলবো ভাই, এ দেশ আমরা একসঙ্গে গড়ি। যে দেশ আমরা একসঙ্গে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সেই স্বপ্ন দেখো। এ দেশ আমার একার না, তোমারও এ দেশ। তুমি এ দেশের সন্তান। আমিও এ দেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছো, আমি তোমাকে কষ্ট দেবো না। আমরা একসঙ্গে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো।
সান নিউজ/এএন