নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: সারাদেশে গ্রেফতার ৩৪৩
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।
সান নিউজ/এএন