নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেন, সারাদেশে যতদিন ‘ডেভিল’ শেষ না হবে, ততদিন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: দুবাই সফরে যাবেন ড. ইউনূস
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র-জনতার ওপর যারা হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তবে শিগগিরই বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
এ সময় যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে “ডেভিল হান্ট অপারেশন” চলবে বলেও জানিয়েছেন তিনি।
সান নিউজ/এমএইচ