নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একজন স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন যে, ফার্মগেট এলাকায় বোমা সদৃশ বস্তু দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেলে।
আরও পড়ুন: ভোটার দিবসে সমন্বয়কদের সামনে রেখে ইসির উদ্যোগ
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তিনটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদের পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।
সান নিউজ/এমএইচ