নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: দুদিন কমতে পারে রাতের তাপমাত্রা
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
এ সময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছি।
নিহতদের স্বজনরা বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের ৬ মাস পূর্ণ হলেও বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত শাহবাগ আমাদের দখলে থাকবে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে তারা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত। এ সময় আ’লীগের রাজনীতি অবৈধ ঘোষণার দাবিও জানানো হয়।
সান নিউজ/এমএইচ