নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারে করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ২য় ধাপের আখেরি মোনাজাত আজ
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ‘স্মার্ট কার্ড রি-বক্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন’ সফটওয়্যার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য এবং মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে এমন উপজেলা/থানা অফিসসমূহকে আগামী ৩১ মার্চের মধ্যে সব অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং সম্পন্ন করে এনআইডি মহাপরিচালকে জানাতে হবে।
সান নিউজ/এএন