সংগৃহীত ছবি
জাতীয়

দাবি পূরণের আশ্বাসে ফিরলেন আহতরা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।

আরও পড়ুন : প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে যমুনার প্রধান ফটক ছাড়তে দেখা যায় আহতদের।

তার আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা ৭টি দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ তাদের মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। তিনি আহতদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি প্রতিটি দাবির বিষয় বিশ্লেষণ করেন। কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে, সেটা কীভাবে আদায় করা যায় সেগুলো নিজ বক্তব্যে তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের বিষয়ে সচিবালয়ে যাবেন বলে জানান। তার সঙ্গে আহত ৩ জনকে নিয়ে যাবেন বলেও জানান। তাছাড়া সোমবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে সেই ৩ জন প্রতিনিধি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : দাবির মুখে বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না

এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে আহতরা তার সঙ্গে কথা বলতে প্রথমে রাজি হননি।

এসময় আহতরা বলেন, সরকারকে আগে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তারপর সংস্কার, দল গোছানো ও নির্বাচন। হাসনাত, সারজিস ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজখবর না নিয়ে তারা রাজনৈতিক দল গোছানো নিয়ে ব্যস্ত। আহতদের পুনর্বাসনের কথা সরকার শুধু বলেছে, কিন্তু তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা বাস্তবে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পাইনি।

আরও পড়ুন : মোনাজাত শেষে ফিরতি পথে বিড়ম্বনা

এদিকে আহতদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি, এটা সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী। সচিবরা দায়ী, আমলারা দায়ী। যারা আহত হয়েছেন, তাদের আমরা সুচিকিৎসা দিতে পারিনি। এজন্য আমি নিজে ব্যথিত।

তিনি আরও বলেন, আমাদের হাতে কিছু নেই। আমরা কিছু করতে পারি না। আপনারা যে চিকিৎসা পান না এটা সত্য। এর জন্য দায়ী সরকারের লোকজন। সরকার ভালো মতো তদারকি করতে পারে নাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা বিএনপ...

লিবিয়ায় ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার ভূমধ্...

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

মাহিদুল হোসেন সানি: আখেরি মোনাজাত...

মিজানুর রহমান চৌধুরী’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল...

সুদানে বাজারে হামলা, নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ স...

রাতের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জা...

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্...

ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় একটি প...

মহর্ষি মনোমোহন দত্ত ও তার ভাবদর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি : অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা...

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

জেলা প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা