নিজস্ব প্রতিবেদক: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
আরও পড়ুন: কর্মসূচি শিথিল করলেন শিক্ষার্থীরা
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা মহাসড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমতলী মোড়ে একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে এই দাবিতে আন্দোলন করছেন এবং ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা আমরণ অনশনে নেমেছেন।
পুলিশ আরও বলেন, তারা ৭ দফা দাবি জানিয়েছেন- যার মধ্যে রয়েছে তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি, আবাসন ব্যবস্থা, নতুন বিষয় সংযোজন, শিক্ষক নিয়োগ এবং গবেষণাগারের ব্যবস্থা।
সান নিউজ/এএন