নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাদের দাবি আদায়ের জন্য রাজধানীর শ্যামলী সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেছেন।
আরও পড়ুন: বোমা বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও ও শ্যামলী সড়ক ছেড়ে দেন তারা। এর পর পৌনে ৭টার দিকে আগারগাঁও হাসপাতাল এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা করেছেন তারা।
তারা জানান, তাদের ন্যায্য দাবিতে গত ২৪ ঘণ্টা ধরে রাস্তায় আন্দোলন করছেন। অসুস্থ শরীর নিয়েও তারা রাস্তায় নেমে সরকারের কাছে নিজেদের অধিকারের জন্য আবেদন জানাচ্ছেন। কিন্তু, এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে তারা সড়ক ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন: আলজেরিয়া-মিশর সফরে পররাষ্ট্রসচিব
আহত আরেকজন বলেন, রাষ্ট্র কেন আমাদের অবহেলা করছে বুঝতে পারছি না। শনিবার রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত রাস্তায় নেমে আমরা আন্দোলন করেছি। এরপরও সরকার থেকে কোনও সাড়া মেলেনি। এখন আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছি। সেখানে প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবিগুলো লিখিত আকারে দেব। আমরা আশা করি, তিনি অন্তত আমাদের কথা বিবেচনা করবেন। তিনি আমাদের রাস্তায় ফেলে রাখবেন না।
সান নিউজ/এএন