নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে চরম ভোগান্তির শিকার হয়েছেন মুসল্লিরা। ভোর থেকে গণপরিবহন বন্ধ থাকায় এবং মোনাজাতের পর পর্যাপ্ত গাড়ি না পাওয়ায় এই দুর্ভোগ দেখা দেয়।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত
আব্দুল্লাহপুর থেকে খিলক্ষেত পিকআপে করে আসা এক মুসল্লি বলেন, টঙ্গীর দিক থেকে যে-সব বাস ঢাকার দিকে আসছে সেগুলোতে উঠার কোনো কায়দা নেই। এছাড়া শত শত পিকআপ আছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন গন্তব্যে যেতে ৫০/১০০ টাকা করে দিতে হচ্ছে। এমন বিড়ম্বনায় অনেকে পায়ে হেঁটে ফিরতে শুরু করেছেন। আমি ৫০ টাকায় আব্দুল্লাহপুর থেকে পিকআপে খিলক্ষেত এলাম। এখন কুড়িল থেকে রামপুরা যাবো।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’ শেষ হয়েছে।
সান নিউজ/এএন