মাহিদুল হোসেন সানি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার পরই শুরু হয় মোনাজাত।
আরও পড়ুন: আজ বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু
এদিকে, টঙ্গী তুরাগতীরে আয়োজিত এই ইজতেমায় দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি অংশগ্রহণ করেছেন। এ সময় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে সকাল থেকে ইজতেমার ময়দানে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
অপরদিকে, আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছেন। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমামে এবং খতিব মাওলানা জুবায়ের আহমেদ।
ইজতেমায় বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও, ইসলামিক শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
সান নিউজ/এমএইচ