নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানোর সময় কারখানার মালিক ও শ্রমিকদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী (৪২) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মার্কিন তহবিল বন্ধ, উপদেষ্টা বললেন প্রত্যাশিত
পুলিশ সূত্র জানায়, পরিবেশ দূষণ রোধে চালানো অভিযানের সময় কারখানার কর্মচারীরা হামলা চালায়। এতে পরিচালকের মাথা ও মুখে আঘাত লাগে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) এএসআই মাসুদ বলেন, রোববার রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনার সময় ঐ এলাকার কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তর পরিচালক মো. শওকত আলী আহত হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিলো। আমরা জানতে পেরেছি যে, অবৈধ পলিথিন কারখানায় অভিযানের সময় হামলায় তিনি আহত হয়েছেন।
আরও পড়ুন: বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়
এদিকে, পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজধানীতে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিক্রয় চলছে। এ ঘটনা পরিবেশ সচেতনতা ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
সান নিউজ/এমএইচ