নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শত্রুতার জেরে মিলন (২৩) নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: ভারত সফর নিয়ে ‘গোপনীয়তা নেই’
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে ঘটনাটি ঘটেছে।
মুমূর্ষ অবস্থায় স্বজন ও বন্ধুরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মিলনের বন্ধু মো. আলী জানান, মিলন মিরপুর -১, ছোট দিয়াবাড়ির আনারুলের ছেলে। তিনি পেশায় পোশাকশ্রমিক। তবে নিকটাত্মীয় সঙ্গে না আসায় তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদ জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এএন