নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ দিনে ১৯৬৯ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ডিএমপির ট্রাফিক বিভাগ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: ড. ইউনূস-ডিপি ওয়ার্ল্ড গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার(২২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৬৯ টি মামলা করা হয়েছে।
এছাড়াও এই অভিযানকালে ৭৫টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা দিন-রাত কাজ করছে।
সান নিউজ/এমএইচ