নিজস্ব প্রতিবেদক : দেশের পট রিবর্তনের পর প্রথম সারির কর্মকর্তা হিসেবে ভারত সফর করবে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
আরও পড়ুন : জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে
জানা গেছে, আগামী ১০-১২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারত এনার্জি উইক পালিত হবে। সেই উপলক্ষ্যে ‘একটি টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী এনার্জির উদ্ভাবন এবং সহযোগিতা’ শীর্ষক স্ট্রাটেজিক সম্মেলনে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ওই সম্মেলনে যোগ দিতেই ভারতে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা।
সান নিউজ/এমআর