নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় দেশের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সকারে রাজধানী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: দিনের তাপমাত্রা বৃদ্ধির আভাস
এর আগে, তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর এই মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। এর পরে আসামি পক্ষের আইনজীবী তাদের রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন।
পরে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদেরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সান নিউজ/এমএইচ