নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানায়।
আরও পড়ুন: শেষ হলো সর্বদলীয় বৈঠক
প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকার এই হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য সকল দোষীদের শনাক্ত ও তাদেরকে গ্রেফতার করা হবে।
প্রেস উইং আরও জানায়, দেশে জনতার হিংস্রতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। যারা এই দেশের শান্তি, সম্প্রীতি এবং আইনশৃঙ্খলার ক্ষতিসাধনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এমএইচ