নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে এ বিবৃতি পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস
পোস্টে বলা হয়েছে, জবাবদিহিতা ও ন্যায় বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া সব অর্থ ফিরিয়ে আনতে বৈশ্বিক অংশীদারদের সাথে কাজ করবে সরকার।
পোস্টে আরও বলা হয়েছে, দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৫ বিলিয়ন ডলারের অপব্যবহার নিয়ে চলমান তদন্ত, দেশে সাবেক সরকারের আমলে দুর্নীতির চিত্রই প্রকাশ করে। এ সকল দুর্নীতি বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করেছে। এদিকে, বিপুল অর্থ পাচারের ফলে দেশে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে।
সান নিউজ/এমএইচ