নিজস্ব প্রতিবেক: সচিবালয়ের সামনে থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের (এসআই) সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের একটি ইউনিট পানি ঢেলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনশনরত এসআইরা।
বুধবার (১৫ জানুয়ারি) বোর পৌনে একটায় রাজধানীর সচিবালয়ের ১নং গেটের সামনে অনশনে থাকা অবস্থায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এদিকে, চাকরিতে পুনঃর্বহালের দাবিতে গত সোমবার বিকেল থেকে তারা অনশনে বসেন।
আরও পড়ুন: বিশ্বে বায়ুদূষণের ২য় অবস্থানে ঢাকা
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই সুবীর রায় বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছি। এ সময় দেড় ঘণ্টা ধরে পুলিশ তাদেরকে চলে যেতে চাপ দিচ্ছে। এর রাত পৌনে ১টায় জলকামান ব্যবহার করে পানি দেওয়া হলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়।
তবে এই বিষয়ে পুলিশের থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সান নিউজ/এমএইচ