নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সব কিছু ঠিক থাকলে আগামী (২০ জানুয়ারি) রাতে তিনি রাজধানী করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী (২০-২৪) জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। তারই অংশ হিসেবে ৪ দিনের সফরে আগামী (২০ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডে দাভোসের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এরপর (২১-২৪) জানুয়ারি তিনি সেখানে অবস্থান করবেন। এর পরে সকল আনুষ্ঠানিকতার শেষে (২৪ জানুয়ারি) তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
আরও পড়ুন: ১০ ট্রাক অস্ত্র মামলা
এদিকে, সম্মেলন ছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সাথে বৈঠক ও সাক্ষাৎ করবেন। এরই পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার।
জানা যায়, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনও কাজ করছে উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই গুরুত্ব বিবেচনায় কর্মসূচিতে করা হচ্ছে যোজন-বিয়োজনও।
সান নিউজ/এমএইচ