নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ প্রতিবেদন জমা দেবেন সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
আরও পড়ুন: ১০ ট্রাক অস্ত্র মামলা
তিনি বলেন, দেশে সংস্কারের জন্য গঠিত ৪টি কমিশন আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সাথে দেখা করে তাদের নিজ নিজ প্রতিবেদন জমা দেবে।
তিনি আরও বলেন, এই হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে আলাপ হবে এবং পুরো জিনিসটি তারা বলবেন যে, কী কী পাওয়া গেছে। এরপর আশা করছি দুপুর দেড়টা পর্যন্ত এই মিটিং হবে। এর পরে দুপুর ৩ টায় এক সংবাদ সম্মেলন করে এই বিষয়ে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তবে আমরা এখনও জানি না এতে কারা আসবেন। তারা পুরো জিনিসটি ব্রিফ করবেন।
জানা যায়, এই সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে সরকার। তবে চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে। সবমিলিয়ে সংস্কার প্রস্তাব ও এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য তৈরি হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারেও বলে মন্তব্য সংশ্লিষ্টজনদের।
সান নিউজ/এমএইচ