নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হঠাৎ বাড়ে গেছে তাপমাত্রা। তবে মাঘ মাসের প্রথম দিনেই ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: ক্যাডেট এসআইদের আমরণ অনশন
মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, উত্তরের জনপদে তাপমাত্রা কমতে পারে। এছাড়া এ সময় রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে বুধবার মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা কমবে। তবে তীব্র শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই।
হাফিজুর রহমান জানান, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয়েছিল ফেনীতে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তা ২৯.১ ডিগ্রি। শীতের দিন অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা আসলে কিছুটা বেশিই বলা যায়। এছাড়া এখন দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ রয়েছে। মেঘ কেটে গেলেই বাড়বে শীত। তাই শীতের তীব্রতা বাড়ারও সম্ভাবনা রয়ে গেছে।
আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সান নিউজ/এএন