নিজস্ব প্রতিবেদক: ইসির সেবা নিতে আসা সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা না পেলে লিখিত অভিযোগ করতে পারবেন বলে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন: রাজধানীতে তাপমাত্রা কমার আভাস
ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।
ইসি জানান, নির্বাচন কমিশনের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল দপ্তরে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে। অভিযোগ বাক্সে প্রাপ্ত অভিযোগ নিয়মিত যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি সময়ে সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।
মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, আগামী ৩ মাসের মধ্যে সারাদেশে ঝুলে থাকা পৌনে ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে। এনআইডি সংশোধন বা আবেদন নিষ্পত্তিতে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ইসি। ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে সকল আবেদন নিষ্পত্তি করা হবে।
সান নিউজ/এএন