নিজস্ব প্রতিবেদক: সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে সভাপতি হিসেবে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ‘সময় বলে দেবে’ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা
২১ সদস্যের কমিটিতে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালককে সদস্যসচিব করা হয়েছে। এ কমিটি গঠন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখবে, কমিটি খাদ্যশস্য উৎপাদনের পরিসংখ্যান, খাদ্যশস্যের চাহিদা নিরূপণ, খাদ্যশস্যের মজুত, সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য সম্পর্কীয় অন্যান্য বিষয় পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে পরামর্শ দেবে, পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাদ্যের নিশ্চয়তা বিধানে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে এবং জনগণের নিরাপদ খাদ্যের চাহিদা বিবেচনায় রেখে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেবে।
সান নিউজ/এএন