নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়ছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন : একনেক সভায় উত্থাপিত হবে ১০ প্রকল্প
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী শফিউল। মূলত তিনি আওয়ামী লীগের একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি।
আরও পড়ুন : লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেফতার হয়েছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন সাবেক এমপি শফিউল ইসলামও।
সান নিউজ/এমআর