নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টায় এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর এই বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান আলী।
আরও পড়ুন: সচিবালয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
এই বিষয়ে নিটোরের জয়েন্ট ডিরেক্টর ডা. মোজাফফর হোসেন যুগান্তরকে বলেন, তাৎক্ষণিকভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, মূলত বিদ্যুতের লাইন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। নতুন ভবনের ৪ তলায় ঘটেছে এই ঘটনা।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১০.১৮ মি. রাজধানীর পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগের আইসিইউতে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ১টা ইউনিট পৌঁছে দেখে উপস্থিত মানুষ ও হাসপাতালের কর্মীরা অগ্নিনিরোধক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে।
সান নিউজ/এমএইচ