জাতীয়

বিদেশে বাংলাদেশের প্রচার করতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বিদেশে বাংলাদেশের প্রচার ও দেশের শিল্প খাতে অধিক বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা (২০২৩-২৪ অর্থবছরের) বার্ষিক প্রতিবেদন জমা দিতে এলে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ

এদিকে, প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অর্থনৈতিক কূটনীতি পরিচালনার জন্য একটি দল তৈরি করে তাদেরকে বাংলাদেশের পক্ষে বিদেশে প্রচার করতে আহ্বান জানান।

এ সময় বিনিয়োগকারীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে তিনি বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পরামর্শ দেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টের আন্দোলন এবং বারবার পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের পর বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

বিগত ৩ সপ্তাহে আমরা চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। এখন আরও বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে, বলে প্রধান উপদেষ্টাকে জানান।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ৮ টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে। এছাড়াও এই অঞ্চল গুলোতে ১৩৬টি কারখানা নির্মাণাধীন। চলমান কারখানা গুলোর মধ্যে ১০০টির বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন, বাকি কারখানাগুলো বেশিরভাগই যৌথ উদ্যোগে পরিচালিত। এই কারখানা গুলোর মধ্যে ৫২ শতাংশ তৈরি পোশাক, টেক্সটাইল এবং গার্মেন্টস আনুষঙ্গিক সামগ্রী উৎপাদন করে। বাকি কারখানা গুলো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে, যেমন কফিন ও খেলনা।

আরও পড়ুন: সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

মেজর জেনারেল জিয়া প্রধান উপদেষ্টাকে বিনিয়োগকারীদের কয়েকটি চাহিদার কথা বলেন, যার মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, বেপজা এলাকায় বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান যোগাযোগ এবং সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সেবা।

অপরদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস কর্তৃপক্ষকে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা অনুসন্ধান করতে এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো থেকে শক্তি আমদানি করে দেশ লাভবান হতে পারে কি না, তা পরীক্ষা করে দেখতে।

এই সভায় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী। তিনি বলেন, লক্ষ্যভিত্তিক অর্থনৈতিক কূটনীতির ওপর আরও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: নতুন মামলায় গ্রেফতার মামুন

তিনি আরও বলেন, দেশে বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে শিল্পগুলোকে আরও বেশি বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের কাজ করবে সরকার।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের উৎসাহিত করা উচিত।

তিনি আরও বলেন, আমাদের উচিত বেপজা ও বেজাকে আরও আকর্ষণীয় করে তোলা এবং সেখানে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো বিশ্বজুড়ে প্রচার করা, যাতে আরও বিনিয়োগ আসে।

এই সভায় আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রধান সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

“জুলাই স্মৃতি সংযোগ করিডোর” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা আদিলুর রহমান

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ আদালতের...

হত্যা মামলায় চেয়ারম্যান জুয়েল গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র...

তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক : চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভয়াবহ...

নতুন মামলায় গ্রেফতার মামুন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছ...

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ব্যাটার...

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্যেশে...

ফের উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

নিনা আফরিন, পটুয়াখালী : প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর...

হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক : গুম ও জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থা...

আগরতলায় গেলেন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরার আগরতলায় গেলেন সেখানে নিয...

সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা